আলোচনায় থাকতে পছন্দ করেন ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। নানা কান্ড ঘটিয়ে গত বছর আলোচনায় ছিলেন তিনি। এবার নতুন একটি সুখবর দিতে যাচ্ছেন এই নায়ক।
সংবাদমাধ্যম অনুযায়ী, ‘সোনার চর’ নামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। তাতে অভিনয় করেছেন জায়েদ খান।‘সোনার চর’ সিনেমায় জায়েদ খান কাজ করেছিলেন ২০২১ সালে। এতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, স্নিগ্ধা, শবনম পারভীনসহ অনেকে। এরইমধ্যে কেটে গেছে দুবছর। মুক্তি পায়নি ছবিটি।
অজানা কারণে আটকে থাকা ছবিটি এবার আলোর মুখ দেখার জন্য অপেক্ষা করছে। গতকাল সোমবার সিনেমাটি জমা পড়েছে সেন্সর বোর্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা জাহিদ হোসেন।
জায়েদ খান বলেন, ‘‘আমার ক্যারিয়ারে বেশি শ্রম দেয়া সিনেমা এই ‘সোনার চর’। এতে আমাকে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রের নাম মানিক। চরিত্রটির জন্য আমি প্রায় দুই বছর চুল কাটিনি। এই দীর্ঘ সময় বড় রেখেছি চুল।
জানা যায়, সিনেমাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের একাংশ নিয়ে তৈরি যেখানে দেখানো হয়েছে ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে ফেরার সময়টি। সিনেমাটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর সিকদার।