সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশ( ডিবির) অভিযানে ৪০ বোতল ভারতীয় অবৈধ মদসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ডিবি ওসি মোঃ আমিনুল ইসলামের নির্দেশে ডিবির এস আই অলক দাস,এ এস আই নুরুনবীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ইকবাল নগরস্থ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসি ব্ল্যাক,রয়েল স্টেজ,রয়েল গ্রীন জাতীয় অবৈধ ৪০ বোতল ভারতীয় মদসহ ১ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন,জুনাইদ মিয়া (২২)। তিনি সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়নতলা গুচ্ছ গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে । এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম মাদক উদ্ধার ও এক মাদক কারবারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান:
“সুনামগঞ্জের এসপি মহোদয়ের নিদের্শে যেকোনো ধরনের অপরাধ দমনে ডিবি পুলিশের প্রত্যেকে সচেষ্ট রয়েছে। এই জেলায় মাদক ব্যবসা ও জুয়াসহ কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হায়াত/আরএস/বিএন