বিগ বস মানেই বিতর্ক। সেরকমই এক ঘটনায় এবার স্তম্ভিত দর্শকেরা। কমল হাসানের সঞ্চালনায় বিগ বস তামিলে এবছর এসেছেন একসময়ের জনপ্রিয় তামিল অভিনেত্রী বিচিত্রা। ২০ বছর আগে ছবির দুনিয়া থেকে সরে গিয়েছিলেন অভিনেত্রী। কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী? তার কারণ শুনে শিউরে ওঠেন দর্শকেরা।
নব্বইয়ের দশকে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ছবিতে এক সময় জমিয়ে অভিনয় করেছেন বিচিত্রা। তাঁর দাবি ২০০০ সালে একজন নামী অভিনেতা ও এক ছবির গোটা ইউনিটের বেশিরভাগ মানুষই তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছিল। তিনি বলেন, ছবির একটি পার্টিতে গিয়েছিলাম আমি। সেখানে এক বিখ্যাত নায়কের সঙ্গে দেখা হয় । নায়ক আমাকে তার রুমে যেতে বলেন।। এই প্রোপোজালে অবাক হয়ে যাই আমি। অভিনেত্রী বলেন, ‘তামিল ছবির ইন্ডাস্ট্রিতে কখনও এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি। তেলেগু সিনেমা করতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়ি।’
এরই মাঝে একদিন শ্যুটের মাঝে এক ব্যক্তি আমাকে নোংরাভাবে স্পর্শ করে। অভিনেত্রী বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ভুল করে হয়ে গিয়েছে। কিন্তু পরে লোকটা আবার একই কাজ করে। তখনই ওকে স্টান্ট মাস্টারের কাছে নিয়ে যাই,কিন্তু স্টান্ট মাস্টার আমাকেই দোষী বানালেন।
এতে মন ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। এরপরেই অভিনয় ছেড়ে দেন বিচিত্রা।