একটি সেতুর নিচে আটকে গেল আস্ত বিমান। এবার এমনি ঘটনা ঘটেছে ভারতের বিহারে। আটকে পড়া বিমানটি দেখতে ভিড় জমে যায় ভারতের বিহারের মোতিহারি এলাকায়। এতে তীব্র যানজটও তৈরি হয় ওই রাস্তায়।
ওই বিমানটি সড়কপথে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি লরির লম্বা পাটাতনের ওপর বিমানটি রাখা হয়েছিল। মোতিহারির পিপরাকোঠি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। ফলে গোটা রাস্তায় যানজট সৃষ্টি হয়।
সেতুর নিচে আটকে বিমানেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। বিভিন্ন অংশ ভেঙে গেছে। ট্রাক চালক ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে দীর্ঘ প্রচেষ্টার পর বিমানটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়। ভাঙা অংশগুলোও সরিয়ে নিয়ে রাস্তা ফাঁকা করে দেয় কর্তৃপক্ষ।