অ্যাপলের নতুন আইফোন সেপ্টেম্বরের ৯ তারিখে বাজারে আসতে চলেছে। একইসঙ্গে, অ্যাপল তাদের অন্যান্য নতুন ফিচারও এই দিন উদ্বোধন করবে বলে ধারণা করা হচ্ছে।
যদিও অ্যাপল নতুন আইফোন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেনি, বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বছরের এই সময়ে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের হেডকোয়ার্টারে কোনো আয়োজন মানেই নতুন আইফোনের ঘোষণা।
এবারের আইফোন নিয়ে গ্রাহকদের মধ্যে বিশেষ আগ্রহ রয়েছে সফটওয়্যারের আপগ্রেড নিয়ে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযোজনের দিক থেকে। টেক বিশ্লেষকদের মতে, অ্যাপল তাদের নিমন্ত্রণপত্রে ‘ইটস গ্লোটাইম’ ট্যাগলাইন ব্যবহার করে এআই-সংশ্লিষ্ট চমকের ইঙ্গিত দিয়েছে।
অ্যাপলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চীনের বাজারে তাদের অবস্থান পুনরুদ্ধার করা। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বাজারে শীর্ষস্থান হারালেও এবার নতুন আইফোনের মাধ্যমে অ্যাপল আবারও শক্ত অবস্থানে ফেরার চেষ্টা করবে।
টেক বিশ্লেষকরা বলছেন, স্যামসাং বা হুয়াওয়ের মতো ব্র্যান্ডগুলো কম দামে বেশি ফিচার সরবরাহ করার কারণে ক্রেতারা ক্রমেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকছেন। এআই-এর যুগে অ্যাপল শুধু হার্ডওয়্যারে চমক দেখিয়ে সফল হতে পারবে না; নতুন মডেলে সফটওয়্যার খাতে বড় ধরনের উদ্ভাবন দেখাতে হবে।