ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলের একটি ‘মানবিক সেক্টরে’ বিমান হামলা চালিয়ে পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ ও তার সহকারীসহ অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মেডিকেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) আল জাজিরাকে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়, হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসির উপকূলীয় এলাকায়, যেখানে একটি তাঁবুতে হামলা চালিয়ে ১২ জন নিহত হন। হামলায় গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ এবং তার ডেপুটি হুসাম শাহওয়ান নিহত হয়েছেন।
গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ দীর্ঘ ৩০ বছর পুলিশ বাহিনীতে কাজ করেছেন এবং ছয় বছর ধরে বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই দুই পুলিশ কর্মকর্তা ফিলিস্তিনিদের সেবায় তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালন করছিলেন। তারা আরও দাবি করেছে, ইসরায়েল এই হামলাগুলির মাধ্যমে গাজার মানবিক দুর্দশা আরও বাড়াচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
হামলার পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আগুনে পোড়া তাঁবু, ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ এবং শরণার্থী শিবিরের বাসিন্দারা জীবিতদের খুঁজছে। নিহতদের মরদেহ আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে।
এছাড়া, একই দিনে গাজা অঞ্চলের বিভিন্ন জায়গায় আরও হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনিসের পূর্বাংশে বানি সুহেইলায় দুইজন, শহরের পশ্চিমে শাতি শিবিরে তিনজন এবং উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।