ভারতের সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশে সীমান্ত থেকে ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে সামরিক ক্যাম্প স্থাপন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএএল)।
অরুণাচলের স্থানীয় সংবাদমাধ্যম নিউজফাই-এর বরাতে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দ্য ডনলিট পোস্ট।
ডনলিট পোস্ট বলছে, অরুণাচলের অ্যানজাও জেলার কাপাপুতে ঘন জঙ্গলের ছোট এক অংশে আগুন ধরানোর চিহ্ন পাওয়া গেছে। সঙ্গে পাথরের গায়ে চীনা অক্ষরে চীনের নাম এবং ২০২৪ লেখাও দেখা গেছে। এ ছাড়া, চীনা খাদ্যসামগ্রীর অবশিষ্টাংশ দেখে বোঝা গেছে যে সপ্তাহখানেক আগে ওই এলাকাটিতে চীনা সেনাদের উপস্থিতি ছিল।
পরে এ বিষয়ে অরুণাচলের নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রী দাসাংলু পুল বলেন, “কাপাপু জেলায় চীনা বাহিনীর কিছু সদস্য প্রবেশ করে কিছুদিন অবস্থান করেছিলেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তবে তাঁরা এখন আর সেখানে নেই।”
নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা চীনা সেনাদের অনুপ্রবেশের ঘটনাটিকে নাকচ করে বলেন:
“অঞ্চলটির সীমানা ভালোভাবে চিহ্নিত করা না থাকায় মাঝে মাঝেই অনিচ্ছাকৃতভাবে এ রকম ঘটনা ঘটে থাকে। দুদেশের সেনারাই না বুঝে একে অন্যের ভূখণ্ডে চলে যান প্রায়শই। চীনা বাহিনী আমাদের ভূখণ্ডের ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকেছে— এমন দাবি সঠিক নয়।”
২০২২ সালের আগস্টেও হাদিগ্রা হ্রদের নিকটে চীনের অবকাঠামো নির্মাণ কার্যক্রম দেখভাল করতে এসেছিল চীনা বাহিনী। বর্তমানে ২০২১ সালে অরুণাচল প্রদেশে অর্ধ শতাধিক ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে পিএএল।
• আরএস