দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার (১২ আগস্ট) থেকে ঘুরছে রেলের চাকা। রবিবার (১১ আগস্ট) বিকেলে রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. নাহিদ হাসান খাঁনের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তাটিতে বলা হয়, “১২ আগস্ট (সোমবার) থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল/এক্সপ্রেস/লোকাল/কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন ধারাবাহিকভাবে চলাচল করবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল ৫টা থেকে কিনতে পারবে যাত্রীরা।”
তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়ও বলা হয়েছে বার্তায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে যায়। গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করলেও পরে তা আবার বন্ধ করা হয়।
রুশু/