সোমালিয়ার রাজধানী মোগাদিশুর লিডো সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও, এতে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ।
শনিবার (০৩ আগস্ট) সোমালীয় পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।
এ বিষয়ে সোমালিয়ার পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান বলেছেন, হামলায় ৩২ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। পাশপাশি, আহত হয়েছেন আরও ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সঙ্গে যে গোষ্ঠী জড়িত, তাদেরকে খুঁজতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান হাসান।
এ ঘটনায় সাবেক সোমালীয় প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, “জনশূন্য লিডো সৈকতে যখন মানুষ শান্তিতে সাঁতার কাটছিল, তখন এ ধরনের সন্ত্রাসী হামলা দেশের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক।”
এ দিকে, সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ‘সোনা’ জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের পাঁচ হামলাকারীকে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা হত্যা করেছে বলে দাবি করেছে। তা ছাড়া, আরও একজন ওই সময়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।
তবে আল-শাবাব এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। অবশ্য পূর্বে এই ধরনের বহু হামলায় মধ্যপ্রাচ্যের আল-কায়েদার অনুসারী গোষ্ঠীটির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে।