সৌদি আরবে আবাসন, শ্রম, এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি অবৈধ বাসিন্দাকে আটক করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই অভিযানে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতা ছিল। আটককৃতদের মধ্যে ১১,৩০২ জন আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৫,৬৫২ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এবং ৩,২০৫ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হন।
অতিরিক্তভাবে, সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১,৮৬১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেনি, ৬৫ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার নাগরিক। এছাড়া, রাজ্য অবৈধভাবে ত্যাগের চেষ্টার সময় আরও ১১২ জনকে আটক করা হয়েছে।
অভিযানে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় প্রদান এবং নিয়োগের সঙ্গে জড়িত ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৬,৪১১ পুরুষ এবং ২,৬১৯ নারীসহ মোট ২৯,৫৪০ জন প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বলে জানা গেছে।
আরএস//বিএন