সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জিজান শহরে ভারতীয় এক নাগরিককে হত্যার দায়ে দুই বাংলাদেশী প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
আর্থিক বিবাদের জের ধরে ওই দুই বাংলাদেশি ভারতীয় নাগরিককে হত্যা করেছেন বলে জানা গেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান ওই দুই ব্যক্তি। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন তারা।
এ ঘটনা আদালতের চূড়ান্ত রায়ে আপিল ও সুপ্রিম কোর্ট থেকে উভয় বাংলাদেশির দোষ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।