নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) দুটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকার ক্যাম্পাসে এই সংঘর্ষ ঘটে। গুরুতর আহতদের মধ্যে পিয়ন আলম হোসেন, ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী শান্ত, শাওন, রাফি, আরমিনসহ আরও অনেকে রয়েছেন।
ঘটনার সূত্রপাত ৪ সেপ্টেম্বর, যখন ল, সিএসসি ও ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফিরছিলেন। সিট নিয়ে সিএসসি ও ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা হঠাৎ ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি হয়।
৮ সেপ্টেম্বর ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আবার ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়, ফলে ল ডিপার্টমেন্টের ক্লাস সাময়িকভাবে স্থগিত করা হয়। ৭ দিন অনলাইনে ক্লাস হওয়ার পর, আজ শনিবার ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত হলে ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের ওপর আবার হামলা করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. চৌধুরী মফিজুর রহমান ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বাধীনতা ভবনে ডেকে সমাধানের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তাদের ফেরার পথে ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ফের আক্রমণ করে। এতে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।
এ বিষয়ে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার জিয়াউল হক জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঠিক সমাধান করা হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলীও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো অভিযোগ দায়ের করেনি।