ঢাকাই সিনেমার জনপ্রিয় ‘খলনায়ক’ মিশা সওদাগর। পর্দায় ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে তাকে। তবে বেশির ভাগ সময়ই তাকে নেতিবাচকভাবে দেখা গেছে।
তবে বাস্তব জীবনে তিনি একজন তুখোড় প্রেমিক। তার প্রেমকাহিনি যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। পর্দার নেতিবাচক চরিত্রে অভিনয় করা মিশার বাস্তব জীবন সস্পূর্ণই আলাদা। এ অভিনেতা পর্দায় যতটা নেতিবাচক ও হিংস্র, বাস্তবে ততটাই ইতিবাচক ও মানবিক।
এবার ভুল করে স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন অভিনেতা। সোমবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে ক্ষমা চান তিনি।
মূলত রোববার (১৭ ডিসেম্বর) মিতার জন্মদিন ছিল। বিশেষ দিনে পাশে ছিলেন না মিশা। শুধু তাই নয়, শুটিংয়ের চাপে স্ত্রীর জন্মদিনের কথাও ভুলে গিয়েছিলেন তিনি। আর সে কারণেই স্ত্রীর কাছে ক্ষমাও চাইলেন অভিনেতা।
মিশা তার পোস্টে লেখেন, ‘কলটাইম সাতটায়। ঠিক সাতটায় হোটেলে গাড়ি এসে উপস্থিত। ছয়টায় খুব সকালে ঘুম থেকে উঠে যায়। শুটিংয়ের জন্য শহর থেকে প্রায় দেড় ঘণ্টা যেতে লেগেছে। তারপর শুটিংয়ে ডুবে গেলাম। সবকিছু ভুলে গিয়েছিলাম। শুধু ঠিকঠাক ভাবে চেষ্টা করছিলাম শুটিং করতে। পারলে ক্ষমা করে দিও, অনিচ্ছায় ভুলের একদিন দেরির জন্য। মিতা শুভ জন্মদিন।’