বক্স অফিসে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ সিনেমা দারুণ সফল হলেও এবার সিনেমাটির কোরিওগ্রাফার শেখ জানি বাসা, যিনি জনি মাস্টার নামে পরিচিত, তার বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, জনি মাস্টার ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’ এবং ‘আয়ি নেহি’-র কোরিওগ্রাফি করেছিলেন। ২১ বছর বয়সী এক তরুণী জনির বিরুদ্ধে আউটডোর শুটিংয়ের সময় তাকে একাধিকবার যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তার দাবি, জনি তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন এবং এই ঘটনাগুলো নিয়ে মুখ খুলতে তিনি এতদিন ভয় পেয়েছিলেন, কারণ জনি তাকে ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করার হুমকি দিয়েছিলেন। এছাড়া, জনির সহযোগীরাও তাকে ভয় দেখিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
অভিযোগের পর জনি মাস্টারকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে তিনি এখনও কোনো মন্তব্য করেননি।
তেলুগু ইন্ডাস্ট্রি থেকে ক্যারিয়ার শুরু করা জনি মাস্টার একাধিক জনপ্রিয় গানের কোরিওগ্রাফি করে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি ‘স্ত্রী ২’-এর গানে কাজ করে বলিউডেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এর আগে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ এবং ‘লাল পিলি আঁখিয়া’ গানের কোরিওগ্রাফিও তার করা।