আন্তর্জাতিক ডেস্ক: “স্নায়যুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে” বলে সতর্কবাণী দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা প্রতিষ্ঠান এম-১৬ এর প্রধান রিচার্ড মুর।
শনিবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের প্রখ্যাত পত্রিকা দ্য ফাইন্যান্সিয়াল টাইমস-এ লেখা এক যৌথ নিবন্ধে এ সব কথা লেখেন তাঁরা।
সিআইএ ও এম-১৬ প্রধান নিবন্ধে লেখেন, ইউক্রেনে যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে তা আমরা পূর্বেই অনুভব করতে পেরে বিশ্বনেতাদের সাবধান করেছিলাম। ইউরোপব্যাপী রাশিয়ার চরম নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে। এর সঙ্গে সঙ্গে গাজা সংঘাত বন্ধ এবং ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিগোষ্ঠীর সন্ত্রাসী কার্যক্রম বন্ধেও সামরিক ও কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তাঁরা আরও লেখেন:
“এ প্রসঙ্গে কারো মনে কোনো প্রশ্ন নেই যে স্নায়যুদ্ধের পর বিশ্ব এখন সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। ইউক্রেনকে সহযোগিতা করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা তাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সফলতার সঙ্গে এই সংকট নিরসনে কাজ করাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষ সম্পর্কের মৌলিক স্তম্ভ।”
এ ছাড়া, নিবন্ধটিতে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দাপ্রধান এশিয়ার পরাশক্তি চীনকে গোয়েন্দা কার্যক্রম ও ভূরাজনীতিতে এক ধরনের ‘হুমকি’ বলেও মন্তব্য করেন।
আরএস