ভারতের স্বাধীনতা দিবসে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, ‘স্বাধীনতা আমাদের জন্য কত মূল্যবান, তা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির দিকে তাকালে বোঝা যায়।’
বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাধীনতা দিবস উপলক্ষে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান বিচারপতি এ সব কথা বলেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের সকলের প্রতি যে দায়িত্ব আছে তার আমাদেরকে স্মারক। স্বাধীনতা ও মুক্তি অর্জন করা সহজ। কিন্তু এ বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা–বোঝা দরকার। এটি আমাদের জন্য কত মূল্যবান তা বাংলাদেশের দিকে সাম্প্রতিক ঘটনাবলির দিকে তাকালে বোঝা যায়।”
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে চলে যান। তারপর থেকে দেশের কয়েকটি স্থানে হিন্দু সম্প্রদায়সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রাজনৈতিক পরিমণ্ডলে দেখা দেওয়া যে উদ্বেগের মধ্যেই এ ধরনের মন্তব্য করলেন দেশটির প্রধান বিচারপতি।
রুশু//