মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ১ম থেকে ৫ম শ্রেণির শতাধিক শিশু শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা মোট তিনটি ক্যাটাগরিতে (প্রাক প্রাথমিক শিক্ষার্থী: ছবি আকা, ১ম-২য় শ্রেণির শিক্ষার্থী: শাপলা ফুল ও ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থী: মুক্তিযুদ্ধ) ছবি আঁকায় অংশগ্রহণ করে।
সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয় উপাচার্য কর্তৃক প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলনের পরপরই উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯.৩০ টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরবর্তীতে কেন্দ্রীয় শহিদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান মহান মুক্তিযুদ্ধের বীর শহিদগণের স্মৃতির প্রতি পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ,স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড.মোঃ মাহাবুব হোসেন। ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ,শিক্ষক সমিতি, শিক্ষক, হাবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপাচার্যের বাণী বিতরণ করা হয়।
এছাড়াও সকাল ১০.৫৫ টায় টিএসসি প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়