বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই তার এই পতনকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে দেখছেন।
এই বিজয়ের দিনে মা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। গত ৫ আগস্ট তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এবং মেয়ের নাম রেখেছেন আন্দোলন।
নিজের ফেসবুকে নবজাতকের একটি ছবি শেয়ার করে নাবিলা লিখেছেন, “স্বাধীন বাংলাদেশে জন্ম নিলো আমার মেয়ে আন্দোলন।”