বন্যার্তদের সাহায্যে শোবিজের অনেক তারকা এগিয়ে এসেছেন। কিছুজন সরেজমিনে গিয়ে সহায়তা করছেন, আবার কেউবা নির্ভরযোগ্য সংগঠনের মাধ্যমে ত্রাণ প্রদান করছেন। অন্যদের মতো অভিনেতা খায়রুল বাসারও লক্ষ্মীপুরে গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তার এই কার্যক্রমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর, নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি।
সম্প্রতি খায়রুল বাসার তার ফেসবুক পেজে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমের একটি ছবি আপলোড করেন। ছবিতে দেখা যায়, বেশ কয়েকজন স্বেচ্ছাসেবকের সঙ্গে তিনি আছেন, যাদের মধ্যে একজন কিশোর ও একটি মেয়েও ছিল।
ছবিটি পোস্ট করার পর নেটিজেনরা খায়রুলের সমালোচনা করতে শুরু করেন। নেটিজেনদের মন্তব্যের জবাবে, খায়রুল বাসার একটি বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ছবির অধিকাংশ লোক স্থানীয় স্বেচ্ছাসেবী যারা লক্ষ্মীপুরের পথঘাট চেনেন। তাঁদের মাধ্যমে তাদের এলাকার মানুষদের সাহায্য করা হয়েছে।
পিকনিকের মন্তব্যের বিষয়ে খায়রুল জানান, তারা যেখানেই গেছেন, স্থানীয়রা তাদের আন্তরিকভাবে আপ্যায়িত করেছেন। “ছবিতে যা দেখা গেছে, তা মোটেই পিকনিক নয়। আমরা তাদের দেওয়া খাবার ভাগ করে খেয়েছি। তারা আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তার তুলনায় নেটিজেনদের মন্তব্য কিছুই না।”
তিনি আরও বলেন, “ছবির নারী স্বেচ্ছাসেবী প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে সাহায্য করেছেন। কমেন্ট যোদ্ধাদের মতো আমরা বোকা নই; তাঁদের মন্তব্যের প্রতি আমরা গুরুত্ব দিই না। আমাদের উদ্দেশ্য ছিল সাহায্য করা এবং আমরা তাতে সফল হয়েছি।”
এছাড়া, অভিনেত্রী সামিরা খান মাহির উদ্যোগে লক্ষ্মীপুরে গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন খায়রুল। তিনি ত্রাণ কার্যক্রমে সহায়তা করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আবারও দুর্গত এলাকায় গিয়ে পুনর্বাসন সহায়তার ইচ্ছা প্রকাশ করেছেন।