রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেখে যাওয়া ৩৫ হাজার পুলিশের প্রায় ৩০ হাজারকে পরিবর্তন করে সেখানে বেছে বেছে স্বৈরাচারমুক্তদের নিয়ে আসা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে, স্বৈরাচারের দোসররা এখনো কীভাবে ক্যাম্পাসে অবাদ বিচরণ করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছে শিক্ষার্থীর এমন প্রশ্নে তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢাকা থেকে দূরে হওয়ায় তাদের কাছে সকল তথ্য সঠিকভাবে পৌঁছায় না। এমনকি আন্দোলনের পক্ষের শক্তি তথ্য গোপন করে স্বৈরাচারের পক্ষে ওকালতি করে, যার ফলস্বরূপ তারা সঠিক পদক্ষেপ নিতে পারছেন না। তাই এসব ঠেকাতে সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।
তিনি আরো জানান, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে দেশের সব জায়গায় স্বৈরাচারের দোসর ভরা। তাই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা করতে সময় দরকার। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সংস্কার করছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিক সমিতি যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। এসময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জাইম।