চল্লিশা মূলত শোক পালনের মাধ্যমে পালন করা হলেও ব্যতিক্রমীভাবে চল্লিশা উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গত ০৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তিনি এখন পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের এই চল্লিশতম দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা করে তারা।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে শিক্ষার্থীদের উদ্যোগে চল্লিশা উপলক্ষে এ বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।
বিশেষ এই নৈশভোজ সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন:
“ষোল বছর আমাদের দেশকে শাসন করা ফ্যাসিস্ট সরকারকে আমারা আপামর জনতা আন্দোলনের মাধ্যমে সমূলে উৎখাত করতে পেরেছি।সাধারণত মুসলিম সমাজের মৃত ব্যক্তির মারা যাবার চল্লিশতম দিনে বিশেষ দেয়া অনুষ্ঠান হিসেবে চল্লিশার আয়োজন করা হয়। আমাদের এই আয়োজনের মাধ্যমে আমরা দেশের শাসকদেরকে এই বার্তাটিই দিচ্ছি যে দেশের আপামর জনতা সবসময় ফ্যাসিজমকে শক্তহাতে রুখে দিতে প্রস্তুত।”
আরেক শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন:
“মূলত স্বৈরাচার পতন ও গণমুক্তি উপলক্ষে হলের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।সরকার এই পতনের পর আবাসিক হলগুলোতে সুস্থ সংস্কৃতি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমরা এই আয়োজন করেছি।”
রবিউল/আরএস