বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নানা অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আহতদের ভয়াবহ পরিস্থিতি ও হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়ছেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় আহতদের নিয়ে কথা বলতে গিয়ে ড. ইউনূস আবেগে ভেঙে পড়েন এবং কাঁদতে শুরু করেন। মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষার্থীদের কাছে গিয়ে তিনি তাদের খোঁজখবর নেন ও কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমি হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলাম, তাদের অবস্থা দেখে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়। এক তরুণকে দেখতে গিয়ে সে আমার দিকে তাকিয়ে বললো, ‘স্যার, আমি কীভাবে ক্রিকেট খেলব?’ তার মন থেকে ক্রিকেট খেলার চিন্তাটা কিছুতেই সরে যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “আহতদের দেখলেই বারবার মনে প্রশ্ন জাগে— এটাই কি সেই বাংলাদেশ, যা আমরা চেয়েছিলাম? গতকালও এক হাসপাতালে গিয়েছিলাম, একই করুণ চিত্র। তরুণদের কেউ মাথার খুলি হারিয়েছে, কারও শরীরে এখনও গুলি বিদ্ধ। তারপরও তারা বেঁচে আছে।”
মতবিনিময়ের সময় ড. ইউনূস আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, “যারা শহীদ হয়েছেন, আজ তারা আমাদের সঙ্গে থাকতে পারতেন, কিন্তু সেই সুযোগ তারা আর পাননি।”
ড. ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়, সেই স্বপ্ন তোমরা আমাদের সামনে নিয়ে এসেছ। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। যদি এই সুযোগ হাতছাড়া হয়, তাহলে বাংলাদেশ আর রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না। আমাদের দেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়, সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।”