দিওয়ালিতে মুক্তি পেয়েছে সালমান খানের টাইগার ৩। বক্স অফিসে প্রত্যাশা মতো ফল করতে রীতিমতো ব্যর্থ এই ছবি। এরই মাঝে ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI -তে যোগ দিতে গোয়া পৌঁছেছেন সালমান খান। সেখানে গিয়ে আরেক কাণ্ড ঘটালেন তিনি। অনুষ্ঠানে ঢোকার সময় হঠাৎ ভিড়ের মধ্যে এক মহিলা সাংবাদিককে চুম্বন করেন এই মেগাস্টার। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
IFFI -তে সালমান খানকে দেখে ভিড় জমে যায়। সেখানেই ঢোকার সময় হঠাৎ ভিড়ের মধ্যে এক মহিলা সাংবাদিকের কাছে গিয়ে হঠাৎ তাঁকে চুম্বন করেন সালমান। IFFI 2023-তে অংশ নিতে গিয়ে তাঁর চুমুকাণ্ডেই তোলপাড় নেটপাড়া৷ কে এই সাংবাদিক? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।
সালমান খান যে মহিলাকে চুম্বন করেন তিনি একজন সিনিয়র সাংবাদিক ভারতী দুবে এবং তিনি অভিনেতার ভাল বন্ধুও। পুরনো বন্ধুকে দেখেই মশকরা করেন সালমান। ভিডিওতে ওই সাংবাদিককে বলতে শোনা যায় যে ‘নাটক করিস না’। এরপরেই তাঁকে জড়িয়ে ধরে চুমু খান সালমান। ওই সাংবাদিকও উল্টে আদর করে দেন সালমানকে। এরপরেই দুজনের মধ্যে চলে হাসি মশকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।