নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু শিক্ষার্থী হত্যা মামলায় জামিন পেয়েছেন। ঢাকা আদালত তার জামিন মঞ্জুর করেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার আদালতে তাকে হাজির করে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
গত ২৩ সেপ্টেম্বর মধ্যরাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক হন রিংকু। পরে গুলশান থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য পুতুলের সংসার, ইতিবৃত্ত, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নরসুন্দরী, রঙিন আশা, কবর, বন্ধন, নোঙ্গর, রিকশা গার্লসহ প্রায় এক শতাধিক নাটক নির্মাণ করেছেন তিনি।
বিএন