সবুজ সময়ের সঙ্গে হলুদ স্বপ্নের টেক্কায়
আজ কেঁদে উঠছে স্মৃতি!
বিপন্ন সহচরদের জুতো ক্ষয়ে গেছে।
পলাতক আজ তোমার-আমার ভাবনার মহীরুহ—
যেন আলোর বেগে প্রেতাত্মারা দূরে সরে যাচ্ছে!
কুয়াশাহীন মধ্যরাত তোমার প্রশস্ত কপাল ছোঁয়ার জন্য শ্রেয়।
কিন্তু আমি এর চেয়ে শ্রেয়তর কোনো সুযোগের অপেক্ষায় আছি!
শিরায় শিরায় বোরাকের মতো রক্তকণিকার অনবরত চলাচল
আর হৃৎপিণ্ডে ধাবমান অশ্বখুরের শব্দ
কেন তোমায় পুলকিত করছে?
আমি আজ বড়ই তৃষ্ণার্ত!
দু কাপ মাল্টা চা খেয়ে আমার জিভ আর গলা ভেজে শুধু;
হৃদয় ভেজে না!
আদতে একটা পরাবাস্তববাদী কবিতা আবৃত্তি শোনার লোভে আমি উন্মুখ হয়ে আছি…
তুমি কি শোনাবে তা আমায়?