চার মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেত্রী নিপুন রায়। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় চারটি মামলা দায়ের করা হয়েছিল। নিপুণ রায় চৌধুরীকে এই মামলাগুলো থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন হাইকোর্ট। পরে জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
শুনানিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, জামিনযোগ্য ধারার মামলায় যদি হাইকোর্টে জামিন চান, তাহলে তো ম্যাজিস্ট্রেট কোর্ট থাকার প্রয়োজন নেই।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা নিন্দনীয়। এ ঘটনায় যে বা যারাই জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা রাষ্ট্রীয় সন্ত্রাসে পড়েছি। নিপুণ রায়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, শুধু রাজনৈতিক কারণে হয়রানির জন্য তাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
এর আগে নাশকতার আট মামলায় গত ৪ ডিসেম্বর নিপুণ রায় চৌধুরীকে ১১ জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দেন হাইকোর্ট। এর মধ্যে চার মামলায় আগাম জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।