কোটা সংস্কারের এক দফা, আন্দোলনকারীদের উপর হামলা ও প্রধানমন্ত্রীর কোটার উপর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মুজিব মুর্যালের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘সারা দেশে খবর দে, কোটা প্রথার কবর দে’, কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘আমাদের আন্দোলন চলবেই চলবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলনের সমন্বায়ককে হত্যার হুমকি দিচ্ছে। নানা ভাবে আন্দোলন বাঁধা দেওয়া হচ্ছে। তবে যত দিন পর্যন্ত আমাদের দাবি সমূহ না মেনে নেওয়া হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব এবং যেসব শিক্ষাথীর উপর হামলা হয়েছে তার দ্রুত সুষ্ঠ বিচার নিশ্চিত করতে হবে।
এদিকে সমাবেশে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বলেন, কোটার যৌক্তিক সংস্কার হওয়া দরকার। গতকাল যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। সকলকে একসাথে আন্দোলনকে সামনে নিয়ে যেতে হবে।