দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদি মার্চ পালিত হয়েছে।
ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেইনগেইটে বিকেল ৩ টার সময় শহীদি মার্চ পালন করেছে হাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শহীদি মার্চটি বিশ্ববিদ্যালয়ের মেইনগেইট থেকে শুরু হয়ে টিএসসি, লাইব্রেরি, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে মেইনগেইটে এসে শেষ হয়।
“আমার ভাই কবরে,খুনী কেন বাহিরে”,”আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ “, এই যুদ্ধে জিতবে কারা,আমাদের শহীদেরা” এমন শ্লোগান দিতে থাকেন শহীদি মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
মেইনগেইটে সমবেত হয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা ৫ জুলাই এখানে অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম সমবেত হয়েছিলাম। আমরা আমাদের নায্য অধিকারের কথা বলেছিলাম। কিন্তু তারা আমাদের অধিকার মেনে না নিয়ে আমাদের রাজাকার বলেছে,আমাদের ওপর নিপীড়ন চালিয়েছে। তবুও আমরা আমাদের অধিকার আদায়ে সফল হয়েছি।ঘরে বসে ফেসবুকে দুটি লাইন বা রিলস শেয়ার করলেই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া যায় না। যেসকল শহীদদের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে যথোপযুক্ত সম্মান দিতে হবে।আর কেউ যদি কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।