দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি’র মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত।
আজ রবিবার (৩ নভেম্বর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে মাদক সম্পর্কিত আলোচনার মাধ্যমে উক্ত মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও মাদকবিরোধী র্যালীতে উপস্থিত ছিলেন বিএনসিসি’র ক্যাডেট প্রফেসর আন্ডার অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের কর্মকর্তাবৃন্দ এবং ৩৪ বিএনসিসি ক্যাম্পে অংশগ্রহণকৃত ক্যাডেটবৃন্দ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মককর্তাবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, মাদক কখনোই ভালো কিছু বয়ে নিয়ে আসে না।বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সবসময়ই মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করছে।সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশল হলো নতুন করে যাতে মাদক সেবনকারী সৃষ্টি না হয়।মাদকদ্রব্য চোরাচালান এবং মাদকের সরবরাহ নিয়ন্ত্রণের বিষয়ে আমরা কাজ করে থাকি।সেইসাথে মাদকসেবিদের সচেতন করা এবং অন্যান্যদেরও আমরা সচেতন করে থাকি।বাংলাদেশে সরকারি বেসরকারি প্রায় ৬০০ টি রিহ্যাব সেন্টার রয়েছে। যেখানে মাদকসেবিদের কাউন্সেলিং করানো হয়।
অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে তারা বলেন, আপনারা কেউ মাদক গ্রহণ করবেন না এবং অন্যান্যদেরও মাদক গ্রহণ না করার বিষয়ে সচেতন করবেন। আমরা সকলেই যদি সচেতন হতে পারি তাহলে বাংলাদেশ থেকে এক সময় মাদক নির্মূল করা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে সকাল ১০ টায় মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি তাজউদ্দীন মাঠ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের লিচু বাগান,২ নং ফটক,বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক, প্রধান ফটক,প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে তাজউদ্দীন মাঠে এসে শেষ হয়।
উক্ত মাদকবিরোধী ও আলোচনা সভাটি মেজর এ্যাডজুটেন্ট মো. মনজুরুল হাসান এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।