ঢাকার ধানমন্ডিতে ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক তিনজনকে থানা থেকে মুচলেকায় জামিন করানোর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হান্নান মাসউদের এ পদক্ষেপ দলের শৃঙ্খলা লঙ্ঘন করেছে। তাই আগামী তিন দিনের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে—কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
আটক তিনজনের মধ্যে একজন, মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, পূর্বে নৈতিকতা স্খলনের অভিযোগে অব্যাহতি পেয়েছেন। তা সত্ত্বেও তাকে থানার হেফাজত থেকে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে হান্নান মাসউদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে দলটি।
গত ১৯ মে ধানমন্ডিতে এক প্রকাশককে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে অবস্থান নেয় একদল যুবক। এ সময় তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে ধানমন্ডি থানার ওসির তীব্র কথাকাটাকাটি হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। পরদিন হান্নান মাসউদ নিজ উদ্যোগে থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাদের জামিন করান।
এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় কমিটি মনে করছে, দায়িত্বশীল পদে থাকা একজন নেতা হিসেবে আবদুল হান্নান মাসউদের এ ধরনের পদক্ষেপ দলীয় নীতিমালার পরিপন্থী। তাই তার ভূমিকা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং বিষয়টি শৃঙ্খলা কমিটির মাধ্যমে পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে আবদুল হান্নান মাসউদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।