অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের একজন সদস্য ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের স্বাক্ষরিত এক আদেশে মো. হাফিজুর রহমানকে আফবিসিসিআই এর প্রশাসন পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যগত কারণে এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। এদিকে সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আমিন হেলালী নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করার কোন তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাশাপাশি,নির্বাচিত পরিচালকদের সঙ্গে এফবিসিসিআইর বর্তমান পর্ষদের সমন্বয়হীনতার কারণে, বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭(১) ধারা অনুযায়ী বর্তমান পরিষদ ভেঙ্গে দেয়া আবশ্যক বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, মো. হাফিজুর রহমানকে দ্বায়িত্ব গ্রহনের ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও আদেশে বলা হয়েছে।