গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পরে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকেরাও ক্রমান্বয়ে পদত্যাগ করতে থাকেন।প্রশাসনিক পদগুলো ছিল ফাঁকা। অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণের পরে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে নিয়মিত এবং রুটিন উপাচার্য। যার অধীনে অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পাচ্ছেন প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গত ৩ সেপ্টেম্বর ডিনগণের এক বিশেষ সভায় নিয়মিত উপাচার্য না আসা পর্যন্ত কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজকে উপাচার্যের দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়।
তারপর গত ৫ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড.এম জাহাঙ্গীর কবিরকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে নিযুক্ত করে অফিস আদেশ দেওয়া হয়।পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড.মো.সাইফুর রহমান গত ১৫ আগস্ট রেজিস্ট্রারের দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করায় তদস্থলে প্রফেসর ড.এম জাহাঙ্গীর কবিরকে নিযুক্ত করা হয়।একইদিনে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার উপ-পরিচালক (হিসাব শাখা) মো. মিজানুর রহমানের উপর অর্পিত (ভারপ্রাপ্ত) পরিচালক পদ থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. এরফান আলী খোন্দকারকে হিসাব শাখার পরিচালক(অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিযুক্ত করে অফিস আদেশ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রাপ্ত মহোদয়ের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) মো.মজিবুর রহমান অফিস আদেশ দুটি স্বাক্ষর করেন।
গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জরুরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রাপ্ত মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড.এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস এম এমদাদুল হাসানকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক হিসেবে নিযুক্ত করে অফিস আদেশ দেওয়া হয়। ইলেকট্রনিকস এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো.মাহাবুব হোসেন পদত্যাগ করায় তদস্থলে প্রফেসর ড. এস এম এমদাদুলকে নিযুক্ত করা হয়।
পৃথক আরেকটি বিজ্ঞাপ্তিতে রসায়ন বিভাগের প্রফেসর ড. মো.শামসুজ্জোহাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করে অফিস আদেশ দেওয়া হয়। গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ পদত্যাগ করায় তদস্থলে প্রফেসর ড.মো. শামসুজ্জোহাকে নিযুক্ত করা হয়। তারা দুইজনই অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং সুযোগ, সুবিধাদি প্রাপ্ত হবেন।