দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল পুণঃনিরীক্ষণে ১৬০০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
গত ৬ মে অনুষ্ঠিত হওয়া “বি” ইউনিটের ৩য় শিফটের ফলাফলটাই শুধু পরিবর্তন হয়েছে।
এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, “শুধু ‘বি’ ইউনিটের ৩য় শিফটের ফলাফলটাই পরিবর্তন হয়েছে। সেট-১ এর সাথে সেট-৩ এর উত্তর মিলে গেছে।সেট-৩ এ ১৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা সকলের ফলাফল পুণঃনীরিক্ষণ করেছি। সেখানে কারো ফলাফল পরিবর্তন হয়নি।শুধু সেট-৩ এর উত্তরটাতেই সমস্যা হয়েছে।যদি অন্য কোন উত্তরে সমস্যা হতো কিংবা সমস্যা তীব্রতর হতো তাহলে আমরা যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম।তবে এমন ভুলের কারণে আমরা বিব্রত। ভর্তি পরীক্ষার সময় যথেষ্ট সুনাম অর্জিত হয়েছিল। এখন কিছুটা হলেও নেতিবাচক মন্তব্য চর্চা হচ্ছে। যা আমাদের জন্য খারাপ।তবে এতটুকু বলতে পারি যে ‘বি’ ইউনিটের ৩য় শিফটের সেট-৩ এর উত্তর ছাড়া কোনো উত্তরে সমস্যা ছিল না এবং পরিবর্তন করা হয়নি।শিক্ষার্থীরা চাইলে পূর্বের ফলাফলের সাথে মিলিয়ে দেখতে পারেন।”
অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির বলেন, যে ভুলটি হয়েছে সেটি একটি অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ভুল ছিল। আমরা চেষ্টা করেছি সকল ভুলের ঊর্ধ্বে গিয়ে কাজ করার।কিন্তু ফলাফলের এই সামান্য ভুলটি আমাদের জন্য বিব্রতকর। তবে ফলাফলে খুব বেশি ভুল ছিল না।আমরা ম্যানুয়ালি সব নিরীক্ষণ করেছি।যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।