দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে অত্র বিভাগের প্রফেসর ড. আবুল কালাম।
আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় তিনি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। এ সময় বিভাগটির শিক্ষক,শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রফেসর ড. আবুল কালাম এর আগেও দুইবার মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. আবুল কালাম ২০০৭ সালের সেপ্টেম্বর মাসের ৩০ তারিখে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন । এর পর তিনি ২০০৯ সালের মে মাসের ৩ তারিখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক হিসেবে প্রভাষক পদে যোগদান করেন। বিভিন্নধাপে পদোন্নতি পেয়ে তিনি বর্তমানে হাবিপ্রবির মার্কেটিং বিভাগে নিষ্ঠার সাথে তার শিক্ষা ও গবেষণার কাজ করে যাচ্ছেন। এ যাবৎ বেশ কিছু ভালো ভালো জার্নালে (Q1, SSCI, ESCI, ABDC, Scopus etc. index) বিজনেস এবং মার্কেটিং সংক্রান্ত বিষয়ে তার অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
গবেষক এই শিক্ষক তার ছাত্র জীবন থেকেই অনেক দক্ষ আর মেধাবী ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি অর্জন করেছেন সেরা সব পুরস্কার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে অনুষ্ঠিত মাস্টার্স পরীক্ষায় ফ্যাকাল্টিতে প্রথম হওয়ায় তিনি স্বর্ণপদকে ভূষিত হোন। ২০০৪ সালে অনার্সে মার্কেটিং বিভাগে প্রথম হওয়ায় ভূষিত হোন বিশ্ববিদ্যালয় পদকে। এছাড়াও বিভিন্ন গবেষণায় ভালো করার স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি CMPRS (Curtin), IPS (HKBU), KGSP (Korea), UBD (Brunei) ইত্যাদি স্কলারশিপ অর্জন করেছেন।
চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্তি ও গ্রহণের বিষয়ে প্রফেসর ড. আবুল কালাম বলেন, “চেয়ারম্যানের দায়িত্ব মূলত একটি রুটিন দায়িত্ব। তবুও যেকোনো দায়িত্ব একটা আলাদা দায়িত্ববোধ সৃষ্টি করে,সৃষ্টি করে দায়বদ্ধতা। আমাদের মার্কেটিং বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থীরা বেশ আন্তরিক। যার ফলশ্রুতিতে আমরা ইতিমধ্যে সেশনজট মুক্ত হতে পেরেছি। মার্কেটিং বিভাগ একটি পরিবার। আশা রাখছি সকলের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই পরিবারের ভ্রাতৃত্ব দিন দিন বৃদ্ধি পাবে। এই বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগ একটি অনুকরণীয় বিভাগে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। একটা সময়ে গিয়ে হাবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কর্পোরেট সেক্টরে ডোমিনেট করবে। আমি চেয়ারম্যান হিসেবে সকল একাডেমিক কার্যক্রম যথাসময়ে শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো।সেই সাথে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করবো।”
প্রফেসর কালামের পূর্বে প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বিভাগটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।