দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সিএসই বিভাগের সিএসই ক্লাব গঠন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আদিবা মাহ্জাবিন নিতু স্বাক্ষরিত প্যাডে কমিটিতে পদ প্রাপ্ত ও সদস্যদের নাম প্রকাশ করা হয়।
চেয়ারম্যানের ক্ষমতাবলে ক্লাবটির ২৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক আদিবা মাহ্জাবিন নিতু।ভাইস চেয়ারম্যান হয়েছেন ১৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ ফিরোজ ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন ১৯ ব্যাচের শিক্ষার্থী ওয়াহিদুর জামান উৎস।ক্লাবটির কোষাধ্যক্ষ হয়েছেন অত্র বিভাগের প্রভাষক সুমাইয়া আক্তার।সহঃ কোষাধ্যক্ষ হয়েছেন ১৯ ব্যাচের মোঃ জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক হয়েছেন ২০ ব্যাচের আমিনুল ইসলাম, রেজিস্ট্রার হয়েছেন ২০ ব্যাচের মোঃ মাহমুদুল হাসান,ইভেন্ট অ্যান্ড ওয়ার্কশপ সম্পাদক হয়েছেন ১৯ ব্যাচের মোঃ শাকিউর রশিদ সিফাত,আইটি সম্পাদক হয়েছেন ১৯ ব্যাচের এ.এস.এম সায়েম,প্রচার সম্পাদক হয়েছেন ২০ ব্যাচের নাফিউল হাসান,সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন ২০ ব্যাচের মোঃ মেহরাফ হোসেন,ক্রীড়া সম্পাদক হয়েছেন ২০ ব্যাচের গাউসুল আযম মৃদুল,যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ২০ ব্যাচের সবুজ মিঞা। যথাক্রমে সহঃ সাংগঠনিক সম্পাদক ইউসা সরওয়ার উতল( ২১ ব্যাচ),সহ রেজিস্ট্রার রিতু আযিম (২১ ব্যাচ),সহঃ ইভেন্ট অ্যান্ড ওয়ার্কশপ সম্পাদক জান্নাতুল ফেরদাউস (২১ ব্যাচ),সহঃআইটি সম্পাদক মোঃ সোহানুর রহমান হৃদয় (২১ ব্যাচ),সহঃপ্রচার সম্পাদক অমিত হাসান সিকদার (২১ ব্যাচ),সহঃসংস্কৃতি সম্পাদক মাইমনা ফাইজা মনিশা (২১ ব্যাচ),সহঃক্রীড়া সম্পাদক মোঃ আল হাসনাইন বিন আরিফ (২১ ব্যাচ)।
ক্লাবটিতে যথাক্রমে কার্যনির্বাহি সদস্য হয়েছেন রাবেয়া সুলতানা (১৯ ব্যাচ),জেবিন তাসনিম অ্যানি (১৯ ব্যাচ),আফসানা মিমি চৈতি ১৯ (ব্যাচ),উম্মে সালমা আরজু (১৯ ব্যাচ),আসাদুল্লাহ হিল গালিব (২২ ব্যাচ),তাওহিদুল ইসলাম তাজু (২২ ব্যাচ),আখিত্ত চাকমা (২২ ব্যাচ)।
সিএসই ক্লাবের সভাপতি অধ্যাপক আদিবা মাহ্জাবিন নিতু বলেন,”প্রতি ১ বছরের জন্য আমাদের সিএসই ক্লাবের কমিটি দেওয়া হয়।ক্লাবে নির্বাচিত ভিপি, জিএস এবং অন্যান্যরা মিলে প্রতিবছর সফটওয়্যার/প্রজেক্ট এক্সিবিশন , গেমিং কন্টেস্ট,প্রোগ্রামিং কন্টেস্ট,পোস্টার প্রেজেন্টেশন,বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করে থাকে। সিএসই ক্লাবের যাত্রা মূলত সহশিক্ষা কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়ার জন্য। ক্লাবটির সভাপতি হিসেবে আমি সবসময়ই ক্লাবের ইতিবাচক কাজের সাথে যুক্ত থাকবো এবং সবসময়ই চাইবো সিএসই ক্লাবের মাধ্যমে সিএসই বিভাগের শিক্ষার্থীরা পড়াশোনার বাইরের যে জ্ঞান সেগুলো অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য উপযোগী করে তুলবে।সিএসই ক্লাব হাবিপ্রবিকে নতুন কিছু দিবে এটাই থাকবে সর্বশেষ প্রত্যাশা”।
সিএসই ক্লাবের সহ-সভাপতি মোঃ ফিরোজ ইসলাম বলেন, “সিএসই ক্লাব অফ এইচএসটিইউ” হাবিপ্রবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি স্বনামধন্য ক্লাব। ক্লাবের নিজস্ব সংবিধান, শিক্ষক ও শিক্ষার্থী দ্বারা পরিচালিত এই সংগঠনটি সারাবছর ধরে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য সিএসই ফেস্টিভ্যাল, সেমিনার, প্রকল্প প্রদর্শন, খেলাধুলার প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করে। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আমার জন্য সম্মানের”।আমি আমার দায়িত্বগুলো সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করবো।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়