হাবিপ্রবি প্রতিনিধি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর অন্যতম সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোটের ২০২১-২০২২ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রাংশ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সুকান্ত কুমার মল্লিক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০ ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমন এস. মোরশেদ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘অর্ক সাংস্কৃতিক জোট’ হাবিপ্রবি ক্যাম্পাসে সুস্থধারার সংস্কৃতি চর্চার পথিকৃৎ হিসেবে ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন সাংস্কৃতিক সংগঠনের ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে নতুন কার্যনির্বাহী কমিটি কাজ করে যাওয়ার দৃঢ় প্রয়াস ব্যক্ত করছে। সত্য ও সুন্দরের পথে সকলের অনুপ্রেরণা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
এছাড়াও খুব শীঘ্রই নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়