দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক এর দায়িত্ব পেলেন প্রফেসর ড. মো. মহিদুল হাসান।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাবিপ্রবি/এইচ-৫/২০০২/১৭৮ নং স্মারকের অফিস আদেশে বলা হয়।এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার এর পরিচালক পদ হতে প্রফেসর ড. মো. ইয়াছিন প্রধান, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ পদত্যাগ করায় তাকে কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক পদের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে প্ল্যান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান- কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক পদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে প্রফেসর ড. মো. মহিদুল হসান বলেন,প্রতিটি ভালো কাজের দায়িত্বই আনন্দের এবং সেই সাথে একটা দায়বদ্ধতাও সৃষ্টি করে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মূলত গবেষণা করবে এটাই স্বাভাবিক। গবেষণা করে দেশ এবং বিশ্বকে ভালো কিছু উপহার দেওয়াটাই তাদের মূল লক্ষ্য। আমি নিজেও কৃষি গবেষণা নিয়ে ব্যস্ত থাকি।আমি কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক হিসেবে সবসময়ের জন্য চাইবো যে,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উন্নতমানের গবেষণার মাধ্যমে হাবিপ্রবিকে অনন্যভাবে তুলে ধরুক।আর আমি আমার অবস্থান থেকে কেন্দ্রীয় গবেষণাগারের যথেষ্ট উৎকর্ষতা সাধনের চেষ্টা করবো।সেই জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
উল্লেখ্যঃ প্রফেসর ড. মো. মহিদুল হাসান কৃষি নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে আসছেন। দেশ বিদেশের নামি-দামি জার্নালে এ যাবৎ তার ৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি ট্রাইকোডার্মা ও উপকারী ব্যাকেটেরিয়া ব্যবহার করে জৈব বালাইনাশক উদ্ভাবন করেছেন যেটি কৃষক পর্যায়ে ব্যাবহৃত হচ্ছে। দেশের প্রান্তিক পর্যায়ের কৃষকেরা তার গবেষণার সরাসরি সুবিধাভোগী।