দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড.এম জাহাঙ্গীর কবিরকে অভিনন্দন জানিয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার কক্ষে ট্রেজারারকে অভিনন্দন জানান তারা।
মার্কেটিং বিভাগ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা এবং হাবিপ্রবি অধিভুক্ত সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে একাডেমিকসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা নবনিযুক্ত ট্রেজারারের সাথে মতবিনিময় করেন।
নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড.এম জাহাঙ্গীর কবির মার্কেটিং বিভাগ সহ অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন,যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই।মার্কেটিং বিভাগ সহ অন্যান্য বিভাগের একাডেমিক এবং গবেষণা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো।আর্থিক নীতিমালা অনুযায়ী সকলেই আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন।সরকার আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তা নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।তার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
নাঈম//বিএন