হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডীন কমিটির এক সিদ্ধান্তে হাসান ফুয়াদকে রুটিন উপাচার্য দায়িত্ব প্রদানের বিষয়ে সকলে একতম পোষণ করেন।নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের এই অধ্যাপক। তিনি ২০০৪ সালে হাবিপ্রবিতে লেকচারার হিসেবে যোগদান করেন।
তিনি ১৯৬৭ সালের ৯ জানুয়ারি দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও এমএসসি (মাস্টার অব সায়েন্স) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে কোরিয়ার অ্যানডং ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্কলারশিপসহ (ব্রেইন কোরিয়া) এ্যাপ্লাইড এন্টমোলজি এর উপর পি. এইচডি ডিগ্রী এবং গ্রীস এর এ্যারিস্টটল ইউনিভার্সিটি অব থিসালোনিকি বিশ্ববিদ্যালয় থেকে গ্রীক সরকার কর্তৃক স্কলারশিপসহ এপিকালচার এর উপর পোস্ট ডক করেন।