হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর রাফিয়া আখতার ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাবিপ্রবি/এ-৭/২০০২/২৪৬ নং স্মারকের অফিস আদেশ বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ হতে প্রফেসর ড. মো. ইয়াছিন প্রধান, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ পদত্যাগ করায় তাকে সহকারী প্রক্টর পদের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর রাফিয়া আখতার, ম্যানেজমেন্ট বিভাগ- কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর পদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।
প্রক্টরের দায়িত্বের বিষয়ে প্রফেসর রাফিয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটে।সেগুলো আমাদের শিক্ষকদেরই সমাধান করতে হয়।সেখানে নারী শিক্ষার্থীদের জন্য নারী প্রক্টরও প্রয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাকে উপযুক্ত মনে করে দায়িত্ব দিয়েছেন,তারজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সেই সাথে নারী শিক্ষার্থীদের সহ সকল শিক্ষার্থীর যেকোনো বিপদে কাজ করে যেতে চাই। সর্বদা বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ বিনির্মানে কাজ করতে চাই।
উল্লেখ্যঃ প্রফেসর রাফিয়া আখতার বর্তমানে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডীনের দায়িত্ব পালন করেছেন।