হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টরের দায়িত্বে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবুল কালাম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাবিপ্রবি/এ-৭/২০০২/২৪৭ নং স্মারকের অফিস আদেশ বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ হতে প্রফেসর ড. মো. শামীম হোসেন, মার্কেটিং বিভাগ পদত্যাগ করায় তাকে সহকারী প্রক্টর পদের দায়িত্ব হতে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. আবুল কালাম, মার্কেটিং বিভাগ- কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর পদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।
বিধি মোতাবেক তিনি সংশ্লিষ্ট দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
এ বিষয়ে প্রফেসর ড. আবুল কালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্ব একটি চ্যালেঞ্জিং দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য উপযোগী মনে করে দায়িত্ব দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়টিতে যেন সবসময়ের জন্য শান্তি শৃঙ্খলা থাকে সে বিষয়ে কাজ করতে চাই।একটা শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় গঠনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।
প্রফেসর ড.আবুল কালাম দুইবার মার্কেটিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় (মিরি ক্যাম্পাস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং হংকং ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট এ এম.এস.সি ডিগ্রি অর্জন করেন এই প্রফেসর।
এ যাবৎ বেশ কিছু ভালো ভালো জার্নালে (Q1, SSCI, ESCI, ABDC, Scopus etc. index) বিজনেস এবং মার্কেটিং সংক্রান্ত বিষয়ে তার অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৫ সালে অনুষ্ঠিত মাস্টার্স পরীক্ষায় ফ্যাকাল্টিতে প্রথম হওয়ায় তিনি স্বর্ণপদকে ভূষিত হোন। ২০০৪ সালে অনার্সে মার্কেটিং বিভাগে প্রথম হওয়ায় ভূষিত হোন বিশ্ববিদ্যালয় পদকে। এছাড়াও বিভিন্ন গবেষণায় ভালো করার স্বীকৃতি স্বরূপ তিনি বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি CMPRS (Curtin), IPS (HKBU), KGSP (Korea), UBD (Brunei) ইত্যাদি স্কলারশিপ অর্জন করেছেন।