প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মন্তব্যের একটি অনাকাঙ্ক্ষিত নিউজ শেয়ার করার পরে দুঃখ প্রকাশ করে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ফেসবুক পোস্ট করছেন।
দৈনিক কালের কন্ঠে প্রকাশিত স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি এমন একটি নিউজ শেয়ার দেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। জাকির হোসেন নামের একজন ফেসবুকে উক্ত নিউজ শেয়ার করে ক্যাপশনে লেখেন আগামী ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে কি পতন হবে? এই পোস্টটিই মূলত হাবিপ্রবি উপাচার্য তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন।এর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা শুরু হয় এবং অনেকে এটাকে অনাকাঙ্ক্ষিত ভুল বলেও পরিগনিত করছেন।
এ বিষয়ে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগ চেয়ে আমি পোস্ট শেয়ার করিনি।আমি মূলত মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যটি শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে অন্যের একটি শেয়ার করা মন্তব্য সহ পোস্টটি আমি ভুলে শেয়ার করেছি।পরবর্তীতে বিষয়টি পরিলক্ষিত হওয়া মাত্র আমি অনাকাঙ্ক্ষিত ভুলে শেয়ার করা পোস্ট ডিলিট করেছি।
তিনি বলেন, পরে আমি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যটি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছি এবং দুঃখ প্রকাশও করেছি।
হাবিপ্রবি উপাচার্য দুঃখ প্রকাশ করে তার ফেসবুক প্রোফাইলে লেখেন, “দৈনিক কালের কন্ঠে প্রকাশিত মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ’র উক্তি “স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয়; সেই কাজ আমরা করছি” সংবাদটি শেয়ার করতে গিয়ে আমার ফেসবুক পেজে অসাবধানতাবশত জনৈক ব্যক্তির মন্তব্যসহ একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট শেয়ার হয়ে যায়। অনিচ্ছাকৃত ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বস্তুত আমি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এ’র ফ্যাসিস্ট ও স্বৈরাচার বিরোধী অবস্থানের প্রতি সংহতি জানিয়ে কালের কন্ঠের নিম্নোক্ত নিউজটি শেয়ার করতে চেয়ছিলেন।