দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হাবিপ্রবি শিক্ষার্থী বোরহান আহমেদ রাকিবের আয়োজনে বইপ্রেমীদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। এতে ছোটগল্প ও ব্যক্তিগত জীবনের বাস্তব অভিজ্ঞতা লেখার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ২৪ এপ্রিল জমা নেওয়া অসংখ্য লেখার মধ্য থেকে বাছাই করা ১৫ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন—আরজি জান্নাত, সাদিয়া ইসলাম, মোঃ সজিব হোসেন, আসিফ ইকবাল ইমন, কৌশিক মোহন্ত, মোবাশ্বিরুল ইসলাম, নুসরাত জাহান রেশমা, রিফাহ তুস সাবা রাহি, মো. ফরহাদুজ্জামান, খাদিজাতুন নেছা শান্তি, প্রশান্ত মল্লিক, ও দৃষ্টি রয় প্রমুখ।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাদিয়া ইসলাম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “পুরস্কার পেয়ে আমি ভীষণ আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আয়োজন যেন আরও বেশি হয়, সেটিই প্রত্যাশা করি।”
খাদিজাতুন নেছা শান্তি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই এমন একটি প্ল্যাটফর্মের খোঁজে ছিলাম, যেখানে লিখালিখির চর্চা হয়। হঠাৎ করে প্রতিযোগিতার বিজ্ঞপ্তি দেখি এবং অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি। আমার লেখা পুরস্কারপ্রাপ্ত হওয়ায় আমি অত্যন্ত খুশি। আয়োজক বোরহান আহমেদ রাকিব ভাইয়ার প্রতি আমি কৃতজ্ঞ।”
মোঃ ফরহাদুজ্জামান বলেন, “আমরা যারা অল্পস্বল্প লিখি, তাদের জন্য এ ধরনের আয়োজন এক বিশাল অনুপ্রেরণার উৎস।”
আয়োজনের মূল উদ্যোক্তা বোরহান আহমেদ রাকিব, যিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও একজন তরুণ লেখক। তিনি জানান, “লেখালিখি ও বইপড়ার প্রতি আগ্রহ তৈরি করতেই আমি এ আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
আয়োজনটি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সবাই এমন উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।
তারা বলেন, এই ধরণের অনুষ্ঠান নতুন লেখকদের জন্য যেমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে, তেমনি বিশ্ববিদ্যালয়ের সাহিত্যচর্চার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করে।