ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। মঙ্গলবার (০৬ আগস্ট) সংগঠনটির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হামাসের বিবৃতিটিতে বলা হয়, “ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হলো। সিনওয়ার শহিদ কমান্ডার ও সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হবেন। তাঁর মঙ্গল হোক।”
প্রসঙ্গত, ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বেই হামাস ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে ঢুকে নজিরবিহীন হামলা চালালে প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হন। তা ছাড়া, ২০০-এর অধিক সামরিক ও প্রশাসনিক ব্যক্তিকে বন্দী করে গাজায় নিয়ে যান তাঁরা।
এরপর থেকে গাজায় বর্বরোচিত অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এতে ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং আহত ও নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার। পাশাপাশি, গাজায় দেখা দিয়েছে নজিরবিহীন মানবিক সংকট।
অপর দিকে, ইসরায়েল স্বীকার না করলেও তারাই হানিয়াকে হত্যার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাকে হত্যার মাধ্যমে যুদ্ধবিরতি আলোচনাও ভেস্তে দিয়েছেন কট্টর ডানপন্থী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই আলোচনায় ইসমাইল হানিয়া ছিলেন অন্যতম ব্যক্তিত্ব। গত ৩১ জুলাই তেহরানে এক গুপ্ত হামলায় হানিয়া নিহত হওয়ার পর রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন ৬১ বছর বয়সী সংগঠনটির সামরিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ার।
বিডিএন৭১/রুশু