ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘সিআইডি’। এ সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি। CID-তে ইন্সপেক্টর ফ্রেডরিক্স ওরফে ফ্রেডি চরিত্রে অভিনয় করার জন্য জনপ্রিয় তিনি। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি CID-খ্যত অভিনেতা দীনেশ ফাডনিশ। এই মুহূর্তে তিনি জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি।
ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর তাঁকে মুম্বইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ‘দীনেশ ফাডনিস এই মুহূ্র্তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। শুক্রবার রাতে তাঁর শারীরিক পরিস্থিতি আরও গুরুতর ছিল, সেই তুলনায় অভিনেতার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
সিআইডি টিমের অনেকে দীনেশকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার কিংবা সিআইডি টিমের পক্ষ থেকে কেউ মুখ খুলেননি।