শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
হামলার শিকার চিকিৎসক নুসরাত তারিন তন্বী স্বাস্থ্যমন্ত্রীকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থার নির্দেশ দেন। পরে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।
নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রাইব না করায় এক আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা ও ওষুধ কোম্পানির কর্মীর বিরুদ্ধে নারী চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠে। পরে গত বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
হামলায় ডা. নুসরাত ও তার স্বামী ডা. রাফি আহত হন। ডা. নুসরাত হাসপাতালের বিছানা থেকে সরাসরি ফোন দিয়ে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে।
তিনি তাৎক্ষণিক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করার নির্দেশ দেন। শরীয়তপুর জেলার সিভিল সার্জন ডা. আবুল হাদি বলেন, দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।