চেন্নাই টেস্টে অবিশ্বাস্য শুরু করে বাংলাদেশ। টাইগার পেসার হাসান মাহমুদের তোপে ভারতের টপ অর্ডার বিধ্বস্ত হয়ে পড়ে। দলীয় ৩৪ রানের মধ্যে হাসান তিন ব্যাটারকে আউট করে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। তবে এরপর যশস্বী জয়সাওয়াল ও রিঝভ পন্থের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে ভারত।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪ রানে রোহিত শর্মা ৬ রান করে সাজঘরে ফেরেন হাসানের তীরে।
এরপর দলীয় ২৮ ও ৩৪ রানে আরও দুই উইকেট হারায় ভারত। রান খোলার আগেই শিবমন গিলকে আউট করেন হাসান, এবং ৬ বলে ৬ রান করা বিরাট কোহলিকে তৃতীয় শিকার হিসেবে পান।
পরে জয়সাওয়াল ও পন্থ মিলে কিছুটা প্রতিরোধ গড়ে। শেষ পর্যন্ত ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারত ৮৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায়। জয়সাওয়াল ৬২ বলে ৩৭ এবং পন্থ ৪৪ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন।