ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ‘নোট ভারবেল’ গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন তিনি।
‘নোট ভারবেল’ হলো কূটনৈতিক যোগাযোগের একটি স্বাক্ষরবিহীন আনুষ্ঠানিক বার্তা। যা সাধারণত একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমে পাঠানো হয়।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
৭৭ বছর বয়সী শেখ হাসিনা চলতি বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। তার ১৬ বছরের শাসনের পতনের পর, তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।
এর আগে, গত ২৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আরও ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এই ঘটনা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে নতুন এক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ এখন আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণের বিষয়।
আরএস//বিএন