দেশের ওপর দিয়ে বেশ কিছুদিন ধরেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয়বাষ্পের প্রভাবের কারণে বাড়তে পারে অস্বস্তি। যার ফলে চলমান হিট অ্যালার্ট বাড়ানো হয়েছে আরও তিন দিন। আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
জানা যায়, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আজ থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হলো। আগামী তিন দিনেও চলমান থাকবে এই তাপপ্রবাহ। তবে আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট দফতর।