চীনের হুনান প্রদেশে সম্প্রতি বিশ্বের সবচেয়ে বৃহৎ স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। গবেষকরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, এই খনিতে এক হাজার টনেরও বেশি স্বর্ণ মজুদ রয়েছে।
হুনান প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে খনিটি অবস্থিত এবং সেখানে স্বর্ণের মোট মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ইউয়ান হতে পারে বলে জানানো হয়েছ।
হুনানের জিওলজিক্যাল ব্যুরো জানায়, এই আবিষ্কারটি পূর্ববর্তী সব খনি আবিষ্কারের চেয়ে বড়। এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে ৯৩০ টন স্বর্ণ পাওয়া গিয়েছিল। চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, খননের সময় তাঁরা বিভিন্ন স্থানে স্বর্ণের উপস্থিতি দেখতে পেয়েছেন।
এদিকে, খননকারী সংস্থাগুলো জানিয়েছে, খনিটি প্রায় ২,০০০ মিটার গভীরে অবস্থিত, যেখানে ৪০টি স্বর্ণের আকরিক স্তর বা গোল্ড ভেইনস পাওয়া গেছে। এসব স্তরে প্রায় ৩০ টন স্বর্ণ মজুদ রয়েছে। ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে আরও গভীরে খনন করা হয়েছে, যেখানে ৩,০০০ মিটার গভীরে বিপুল পরিমাণ স্বর্ণের মজুদ থাকার আশঙ্কা করা হচ্ছে।
এই বিশাল স্বর্ণের খনির আবিষ্কার চীনের স্বর্ণ খাতে একটি বড় পরিবর্তন আনবে। এতে শুধু চীনের খনিশিল্পের উন্নতি ঘটবে না, বরং দেশটির অর্থনৈতিক শক্তি আরও বৃদ্ধি পাবে।
আরএস//বিএন